Saturday, January 4, 2025
Homeসারাদেশখুলনায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় কবলে বালুভর্তি ট্রাক

খুলনায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় কবলে বালুভর্তি ট্রাক

নবদূত রিপোর্টঃ

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে পূর্ব জিলের ডাঙ্গা এলাকায় বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় কবলে পরে। নিয়ন্ত্রণহীন ট্রাকটির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা উল্টে পার্শ্ববর্তী খাদে পড়ে ৪ জন নিহত হয়েছেন।


দুপুর দেড়টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে একটি অটোরিকশা যাচ্ছিল চুকনগরের দিকে। পূর্ব জিলের ডাঙ্গা এলাকায় অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয় বালুভর্তি ট্রাকটি।

সেই সময় অটোরিকশাটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বালু ভর্তি ট্রাকটিও। এ সময় একজন নারীর লাশ উদ্ধার করা সম্ভব হলেও অটোরিকশায় থাকা ড্রাইভারসহ অন্য যাত্রীদের উদ্ধার করা যায়নি।

আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দীর্ঘ ৩ ঘণ্টা চেষ্টার পর মরদেহগুলো উদ্ধার করে।

RELATED ARTICLES

Most Popular