Friday, November 15, 2024
Homeস্বাস্থ্যডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হসপিটালের দারস্থ হয়েছেন আরও ১৯০ জন

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হসপিটালের দারস্থ হয়েছেন আরও ১৯০ জন

নবদূত রিপোর্টঃ

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৯০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


নতুন করে যারা বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে ঢাকাতেই ১৪৯ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৪১ জন রয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬৭ জনের মৃত্যু হলো। এরমধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন এবং চলতি মাসে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৬০ রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭৫৬ জন ও দেশের অন্য বিভাগগুলোতে ২০৪ রোগী ভর্তি রয়েছে।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ হাজার ১৯৭ জন।

RELATED ARTICLES

Most Popular