Friday, November 15, 2024
Homeপ্রযুক্তিসামাজিক যোগাযোগমাধ্যম বিভ্রাটের জন্য মার্ক জাকারবার্গের দুঃখপ্রকাশ

সামাজিক যোগাযোগমাধ্যম বিভ্রাটের জন্য মার্ক জাকারবার্গের দুঃখপ্রকাশ

প্রযুক্তি ডেস্কঃ

রাত ৯টার কিছু সময় পর থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম যোগাযোগ মাধ্যমগুলোতে বার্তা আদান–প্রদান বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন বিশ্বজুড়ে লাখো ব্যবহাকারী। সামাজিকমাধ্যম  ব্যবহারে ব্যাহত হওয়ার জন্য দুঃখপ্রকাশ করেছেন মার্ক জাকারবার্গ।


জাকারবার্গ টুইট বার্তায় জানান, আজকের এই বিভ্রাটের জন্য আমি দুঃখিত। আমি জানি যে যাদের প্রতি আপনি যত্নশীল, তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে এসব পরিষেবার ওপর আপনারা কতটা নির্ভরশীল।

সোমবার রাত সাড়ে চারটার দিকে এই টুইট বার্তায় সার্ভার সচল হওয়ার বিষয়টি নিশ্চিত করে ফেসবুক কর্তৃপক্ষ।

ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ আবার অনলাইনে ফিরে এসেছে।

RELATED ARTICLES

Most Popular