বিলাল মাহিনী
হে মহান শিক্ষাগুরু,
সশ্রদ্ধ সালাম ও অবনতচিত্তে শ্রদ্ধা আপনার চরণে,
আপনার জ্ঞান বৃক্ষের পুষ্প দিয়ে সাজিয়েছি তোরণ, আপনাকে বরণে।
বাবা-মা সন্তান জন্মায়, আপনি বানান মানুষ,
জ্ঞানহীন মানুষ যেনো, চুপসে যাওয়া ফানুস।
আদর্শের বাতি জ্বলাতেন আপনি, এখন নিভু নিভু সেই বাতি,
শ্রদ্ধা-ভক্তি, স্নেহ ভালোবাসাহীন শিক্ষায় নেই আজ কোনো গতি।
শিক্ষক এখন আছেন ঢের, নেই শিক্ষার বালাই,
শিক্ষা নামের কুশিক্ষা সব, পায়ে পায়ে মাড়াই।
হে মহান শিক্ষাগুরু-
আপনার সেই শিক্ষা আজ, বাণিজ্যে ভরা বেশ!
যতোই চাইছি টানতে লাগাম, কাটছে না তার রেশ।
আপনাকে মানি পথপ্রদর্শক, বন্ধু স্বজন মিতা,
কইতাম খুলে মনের ব্যথা, স্বপ্ন সাধনা হৃদয়ের সব কথা।
ছন্দ ছিলো জীবন গানে, যতোদিন ছিলেন আপনি,
জ্ঞানের সাগরে হাবুডুবু খেতাম, আপনি মহাজ্ঞানী।
অসহায় আর দুরাশা আজ, আপনি ছাড়া শিক্ষায়,
তবু কণ্টকাকীর্ণ পথ চলছি, আপনার দোয়া দীক্ষায়।
এপারে ওপারে দু’পারে, ভালো থাকুন বারে বারে বলি,
শত শ্রদ্ধা সালাম নিবেন, দিবেন চরণধূলি।