Wednesday, December 25, 2024
Homeস্বাস্থ্যযুক্তরাষ্ট্র থেকে প্রথম চালানের টিকা দেশে এসেছে

যুক্তরাষ্ট্র থেকে প্রথম চালানের টিকা দেশে এসেছে

নবদূত রিপোর্টঃ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্স একটি বিমানে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় যুক্তরাষ্ট্র থেকে প্রথম চালানের ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ করোনার ফাইজারের টিকা দেশে এসেছে।


রাত ১১টা ২০ মিনিটে এই টিকা দেশে এসেছে। এছাড়া পৃথক ৩ চালানে মোট ২৫ লাখ টিকে দেশে আসবে বলে জানা যায়। ভ্যাকসিনগুলো গ্রহণ করতে বিমানবন্দরে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সিএমএসডি ও বিমানবন্দর কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।
 
এরপর মঙ্গলবার দুপুর ১২টায় আসবে আরও ১২ লাখ ৫৬ হাজার ৫৮০ ডোজ টিকা। সবশেষ রাত ১১টা ২০ মিনিটে আসবে বাকি ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ। ২ দিনে মোট ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ ফাইজার ভ্যাকসিন দেশে এসে পৌঁছানোর কথা রয়েছে।

RELATED ARTICLES

Most Popular