Friday, November 15, 2024
Homeআন্তর্জাতিকআবদুল রাজাক গুরনাহ এবারের সাহিত্যের নোবেল বিজয়ী

আবদুল রাজাক গুরনাহ এবারের সাহিত্যের নোবেল বিজয়ী

আন্তর্জাতিক ডেস্কঃ

সাহিত্যে নোবেল বিজয়ী ১১৮তম লেখক হিসেবে সুইডিশ একাডেমি  আবদুল রাজাক গুরনাহ’র নাম ঘোষণা করে।

২০২১ এ সাহিত্যের নোবেল পুরস্কার জয় করে নিয়েছেন তানজানিয়ার এই ঔপন্যাসিক। আজ বৃহস্পতিবার এই বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

গুরনাহ ১৯৪৮ সালে ভারত মহাসাগরীয় অঞ্চলের জাঞ্জিবার দ্বীপে জন্মগ্রহণ করেন। কিন্তু শরণার্থী হিসেবে ১৯৬০ এর দশকের শেষের দিকে ইংল্যান্ডে পাড়ি জমাতে হয় তাকে।

নোবেলজয়ী এই লেখকের ১০টি উপন্যাস এবং কয়েকটি ছোট গল্প বেরিয়েছে।

তার লিখায় আপোষহীনভাবে দরদ নিয়ে ঔপনিবেশিকতার দুর্দশা আর শরণার্থীদের জীবনের নানা দুঃখ-যন্ত্রনার গল্প উঠে এসেছে বলে উল্লেখ করে সুইডিশ একাডেমি।

RELATED ARTICLES

Most Popular