Friday, November 15, 2024
Homeস্বাস্থ্যচলতি মাসেই বাংলাদেশে আসবে ১০ লাখ ডোজ টিকা

চলতি মাসেই বাংলাদেশে আসবে ১০ লাখ ডোজ টিকা

নবদূত রিপোর্টঃ

বাংলাদেশ করোনাভাইরাসের কোভিশিল্ড টিকা প্রাপ্তির জন্য সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করেছিলো বাংলাদেশের প্রতিষ্ঠান বেক্সিমকো। চুক্তি অনুযায়ী বাংলাদেশ ৭০ লাখ ডোজ টিকা পেয়েছে।

এরপরই গত মার্চ মাসে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে ভারতের পরিস্থিতি তীব্র আকার ধারণ করলে টিকা রপ্তানি স্থগিত করে দেশটি।

এর ফলে ৩ কোটি ডোজ টিকা কিনলেও তা আর বুঝে পায়না বাংলাদেশ। ফলে টিকা নিয়ে চরম সঙ্কটে পড়ে দেশ। বন্ধ করে দিতে হয় গণটিকা কার্যক্রম।

অবশেষে ভারত থেকে চুক্তি অনুযায়ী কেনা টিকা আবারও পাচ্ছে বাংলাদেশ। ভারত প্রায় ছয় মাস পর টিকা রপ্তানির অনুমতি দেওয়ায় সেরামের কাছ থেকে কেনা ৩ কোটি ডোজ কোভিশিল্ড টিকা পাবে বাংলাদেশ। এর মধ্যে চলতি মাসেই বাংলাদেশে আসবে ১০ লাখ ডোজ।

RELATED ARTICLES

Most Popular