Thursday, January 23, 2025
Homeজাতীয়জুমার নামাজের পর বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া

জুমার নামাজের পর বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া

নবদূত রিপোর্ট:

কুমিল্লার ঘটনার জের ধরে শুক্রবার (১৫ অক্টোবর) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন মুসল্লিরা।

মিছিলটি রাজধানীর পল্টন-বিজয়নগর হয়ে নাইটিঙ্গেল মোড় পেরিয়ে যাওয়ার চেষ্টা করলে ব্যারিকেড দেয় পুলিশ। তখন এক পর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করে। বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। এতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় পল্টন, কাকরাইল, বিজয় নগর ও ফকিরেরপুল এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে বায়তুল মোকাররম মসজিদের ঈমাম জুমার নামাজের সালাম শেষ করার সঙ্গে-সঙ্গেই সাধারণ মুসল্লিদের ব্যানারে বিক্ষোভ শুরু হয়। শুরুতে তারা মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভ করলেও আস্তে-আস্তে রাস্তায় নেমে পড়েন।

RELATED ARTICLES

Most Popular