Saturday, November 16, 2024
Homeসারাদেশযশোরের অভয়নগরে মাদক মামলায় চাকরি খোয়ালেন স্কুলের নৈশ্য প্রহরী

যশোরের অভয়নগরে মাদক মামলায় চাকরি খোয়ালেন স্কুলের নৈশ্য প্রহরী

নবদূত রিপোর্টঃ

যশোরের অভয়নগর উপজেলার মাসুম হোসেন সর্দার (৩৮) পঞ্চাশ পিস ইয়াবা ও ১৩ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার হয়। সে মহাকাল কলেজিয়েট স্কুলের নৈশ্য প্রহরী । ২৪ অক্টোবর ২০২১ রবিবার প্রতিষ্ঠান প্রধান স্বাক্ষরিত এক নোটিশে তাকে চাকরি থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়।

এর আগে ১৮ অক্টোবর ২০২১ সোমবার উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে নিজ বাড়ির সামনে থেকে ইয়াবা ও ফেন্সিডিলসহ মাসুমকে আটক করে অভয়নগর থানা পুলিশ। এদিন মাসুমের সাথে তার সহযোগি একই গ্রামের সবেদ সরদারের ছেলে নয়ন সরদারকেও আটক করে পুলিশ।
নৈশ্য প্রহরী মাসুম উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত খালেক সরদারের ছেলে।
প্রতিষ্ঠান প্রধানের ওই নোটিশে উল্লেখ করা হয়েছে, ইতিপূর্বে ৬ আগস্ট মাদক মামলায় গ্রেফতার হন নৈশ্য প্রহরী মাসুম। তারপর তাকে দুই দফা কারণ দর্শানোর নোটিশ করলেও তিনি নোটিশের জবাব দেননি। সর্বশেষ ১৮ অক্টোবর ২০২১ মাদকসহ আটক হয়ে কারাগারে আছেন। এ বিষয়ে গত ২৩ অক্টোবর প্রতিষ্ঠানের গভর্নিং বডির এক জরুরী সভায় মাসুমকে চাকরি থেকে সাময়িক অব্যাহতির সিদ্ধান্ত নেয়া হয় বলে প্রতিষ্ঠান প্রধানের নোটিশে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, নৈশ্য প্রহরী মাসুম প্রতিষ্ঠানে চাকুরী করা কালীন ওই প্রতিষ্ঠানে একাধিকবার চুরি সংঘটিত হয়েছে। এসকল চুরির সাথে নৈশ্য প্রহরী মাসুমের সংশ্লিষ্ঠতা আছে কিনা তা খতিয়ে দেখার দাবি উঠেছে।
মহাকাল কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিলাল মাহিনী

RELATED ARTICLES

Most Popular