Tuesday, December 24, 2024
Homeসারাদেশপাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে ডুবে গেছে একটি ফেরি

পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে ডুবে গেছে একটি ফেরি

নবদূত রিপোর্টঃ

সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে বেশ কয়েকটি যানবাহন নিয়ে একপাশ কাত হয়ে শাহ আমানত নামের একটি ফেরি ডুবে গেছে।

দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করে শাহ আমানত ফেরি। ওই সময় ফেরি থেকে দুই-তিনটি যানবাহন নামার পরপরই একপাশ কাত হয়ে ওই ফেরি ডুবে যায়।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন আরিচা শাখার উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান।

RELATED ARTICLES

Most Popular