Monday, December 23, 2024
Homeসারাদেশতরুণ কলাম লেখক ফোরাম ঢাবি শাখার নবীন বরণ অনুষ্ঠিত

তরুণ কলাম লেখক ফোরাম ঢাবি শাখার নবীন বরণ অনুষ্ঠিত

নবদূত রিপোর্টঃ

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০.০০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুনীর চৌধুরী অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাইফুল্লাহ মানছুর ফারাবীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও তরুণ কলাম লেখক ফোরামের উপদেষ্টা ড. সন্তোষ কুমার দেব। সংগঠনটির উপদেষ্টা, বিশিষ্ট লেখক ও সাংবাদিক আশফাকুজ্জামান, উপদেষ্টা ফয়সাল আহাম্মদ ও প্রতিষ্ঠাতা সভাপতি জাহানুর ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মোঃ জাকারিয়া, মাহবুবুর রহমান সাজিদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি কাজি জহিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ স্লোগান নিয়ে ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যাত্রা করে সংগঠনটি। বর্তমানে দেশের প্রায় ১৭টি সরকারি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজ ও বিভাগীয় এলাকায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।

RELATED ARTICLES

Most Popular