Friday, November 15, 2024
Homeবিনোদনপরীমনির কাছে ক্ষমা চাইলেন দুই বিচারক

পরীমনির কাছে ক্ষমা চাইলেন দুই বিচারক

নবদূত রিপোর্ট:

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমনির দ্বিতীয় ও তৃতীয় দফায় রিমান্ড মঞ্জুর করার কারণে ক্ষমা চেয়েছেন ঢাকার দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ভবিষ্যতে রিমান্ড মঞ্জুরের ক্ষেত্রে সতর্ক থাকবেন বলে অঙ্গীকার করেছেন তারা।

রোববার (৩১ অক্টোবর) বিকেলে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এ এস এম আব্দুল মোবিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে দুই ম্যাজিস্ট্রেটের আইনজীবী ইতিপূর্বে দেওয়া লিখিত ব্যাখ্যা পড়ে শোনান।

ক্ষমা প্রার্থনাকারী দুই বিচারক হলেন, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলাম। দেবব্রত বিশ্বাস দ্বিতীয় দফায় পরীমনির দুই দিন এবং আতিকুল ইসলাম তৃতীয় দফায় এক দিন রিমান্ড মঞ্জুর করেছিলেন। এ মামলার তদন্ত কর্মকর্তা কাজী গোলাম মোস্তাফা।

গত ৪ আগস্ট পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র‍্যাব। পরে তাঁকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এই মামলায় পরীমনিকে প্রথমে চার দিন, দ্বিতীয় দফায় দুই দিন, তৃতীয় দফায় এক দিনসহ মোট সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

RELATED ARTICLES

Most Popular