শিক্ষা ডেস্কঃ
উৎসব মুখর নানা আনুষ্ঠানিকতায় নোবিপ্রবি বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের বরণ করে নিল। প্রশাসন জানায়, সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে খুলে দেয়া হয়েছে হল। প্রত্যেক শিক্ষার্থীকে দেওয়া হবে টিকাও।
করোনা মহামারির দীর্ঘ ১৯ মাস বন্ধ ছিল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল।
অবশেষে আজ রোববার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের ৫টি হলের মধ্যে ২টি আবাসিক হল খুলে দিল প্রশাসন।
হলে ঢুকতেই ফুল, মাস্ক, কলম ও চাবির কড়া দিয়ে বরণ করা হয় শিক্ষার্থীদের। শিক্ষক ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন অভ্যর্থনায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরাও।