Tuesday, December 24, 2024
Homeসারাদেশপায়রা সেতুর উপর ২টি মোটর সাই‌কে‌লের মু‌খোমু‌খি সংঘ‌র্ষ

পায়রা সেতুর উপর ২টি মোটর সাই‌কে‌লের মু‌খোমু‌খি সংঘ‌র্ষ

নবদূত রিপোর্টঃ

পায়রা সেতুর উপর ২টি মোটর সাই‌কে‌লের মু‌খোমু‌খি সংঘ‌র্ষ হয় গতকাল সন্ধ্যায়। দূর্ঘটনায় গুরুতর আহত হয় স্কুল ছাত্র রাইয়ান‌। একইসাথে আহত হ‌য়ে‌ছেন আরও ৩ জন।

আহত‌দের ম‌ধ্যে রাইয়ান ও তার সা‌থে থাকা মোর‌শেদ‌কে পটুয়াখালী মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে নেওয়া হলে রাইয়ান‌কে আশংকাজনক অবস্থায় প্রথ‌মে ব‌রিশাল শে‌রে বাংলা মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লে রেফার করা হ‌য়। সেখান থে‌কে ঢাকায় নেওয়ার প‌থে রাত নয়টায় সে মরা যায়। 

নিহত রাইয়ান পটুয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লুৎফর রহমান শাহা‌রিয়া‌রের ছেলে এবং স্থানীয় সরকারী জু‌বিলী উচ্চ বিদ‌্যাল‌য়ের ছাত্র। 

RELATED ARTICLES

Most Popular