নবদূত রিপোর্ট:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের অধীন ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে দুপুর ১২ টা ৩০ মিনিটের সময় আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করা হয়।
এ পরীক্ষায় ৪৭ হাজার ৬৪০ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন সাত হাজার ১২ জন। পাসের হার ১৬ দশমিক ৮৯শতাংশ। বাকি ৮৩.১১ শতাংশ ফেল করেছেন।
এবার ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফলে প্রথম হয়েছেন দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ জাকারিয়া। তার প্রাপ্ত নাম্বার ৮০ দশমিক পাঁচ। দাখিল ও আলিমের রেজাল্ট সহ মোট প্রাপ্ত নাম্বার ১০০ দশমিক পাঁচ। সে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের বাসিনা এবং ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন।
এছাড়া দ্বিতীয় হয়েছেন চাঁদপুর গভর্নমেন্ট স্কুল এণ্ড কলেজের শিক্ষার্থী সামিয়া আক্তার। তার প্রাপ্ত নাম্বার ৭৫ দশমিক পাঁচ। এসএসসি ও এইচএসসি সহ মোট প্রাপ্ত রেজাল্ট নাম্বার ৯৫ দশমিক পাঁচ। তৃতীয় হয়েছেন নটরডেম কলেজের শিক্ষার্থী মোহাম্মদ খালিদ খান। তাঁর প্রাপ্ত নাম্বার ৭৪ দশমিক ৭৫। এইচএসসি ও এসএসসি সহ মোট প্রাপ্ত নাম্বার ৯৪ দশমিক ৭৫।
পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে লগইন করে ফল জানতে পারবেন। এ ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর লাগবে।
এ ছাড়া আবেদনকারীরা যেকোনো মোবাইল অপারেটর থেকে টাইপ করে DU Kha <roll no> টাইপ করে 16321 নম্বরে পাঠিয়ে (send) করে ফিরতি এসএমএসে ফল জানতে পারবেন। বিষয় পছন্দক্রম ফরম পূরণের তারিখ-পাস (মেধাক্রম ১-২৩৭৮) ছাত্রছাত্রীরা ৮ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।
এছাড়া, ফলাফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে আগামী ৩ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত কলা অনুষদের ডিন অফিসে আববেদন করা যাবে। এ সময়ের মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ‘বিষয় নির্বাচন’ করার একটি ফরম পূরণ করতে হবে।