Saturday, September 21, 2024
Homeশিক্ষাঢাবি 'খ' ইউনিটের ফল প্ৰকাশ, পাশ ১৬.৮৯%

ঢাবি ‘খ’ ইউনিটের ফল প্ৰকাশ, পাশ ১৬.৮৯%

নবদূত রিপোর্ট:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (২ নভেম্বর) দুপুর ১২.৩০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।

এ বছর ‘খ’ ইউনিটে আবেদন করেছিলেন ৪৭ হাজার ৬৪০ জন। এরমধ্যে অংশগ্রহণ করেছেন ৪১ হাজার ৫২৪ জন। পাস করেছেন মাত্র ৭০১২ জন শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর ১৬ দশমিক ৮৯ শতাংশ। বাকি ৮৩ দশমিক ১১ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন।

গত ২ অক্টোবর ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ‘খ’ ইউনিটে দুই হাজার ৩৭৮ আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৪৭ হাজার ৬৪০ জন। প্রতিটি আসনে লড়েছেন ২০ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নিয়েছেন ৪২ হাজার ৯৫৪ জন। এদের মধ্যে ১০ হাজার ১৮৮ জন পাস করেছেন। বাকিরা কেউ পাস নম্বরই ওঠাতে পারেননি।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, ‘খ’ ইউনিটের প্রধান সমন্বয়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, ‘ক’ ইউনিটের প্রধান সমন্বয়ক ও জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মিহির লাল সাহা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমেদ, প্রক্টর অধ্যাপক ড.একেএম গোলাম রব্বানী প্রমুখ।

RELATED ARTICLES

Most Popular