নবদূত রিপোর্টঃ
স্লোগান ও বিভিন্ন দাবি সংবলিত প্লাকার্ড হাতে পুনরায় রাস্তায় নেমেছে প্রতিবাদী শিক্ষার্থীরা। তাদের দাবি, নিরাপদ সড়ক নিশ্চিতের। সরকারকে সময় দেওয়ার পরও দাবি মেনে নেওয়া হয়নি। তাই পুনরায় রাস্তায় নামতে বাধ্য হয়েছেন শিক্ষার্থীরা।
আজ রবিবার গণপরিবহনে হাফ ভাড়া ও নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
লালমাটিয়া মহিলা কলেজ, আইডিয়াল কলেজ, পাবলিক কলেজের বিভিন্ন শিক্ষার্থীরা ধানমন্ডির সড়ক বন্ধ করে বিক্ষোভ করতে থাকেন।
শিক্ষার্থীরা জানান, সরকার বিআরটিসি বাসে হাফ পাস ভাড়া দিয়েছে কিন্তু সব রুটে বিআরটিসি নেই। তাই বেসরকারি বাসেও হাফ পাস ভাড়া নিশ্চিত করতে হবে।