এইচএসসি ও সমসমানের ফলাফল দ্রুতই প্রকাশিত হচ্ছে বলে সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মন্ত্রী। করোনা মহামারী বিবেচনায় দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের শিক্ষার্থীদেরকে অটোপাশ দেওয়া হয়েছে। এজন্যে সংসদে তিনটি আইনের সংশোধনী পাস করা হয়েছে। সেগুলোর গেজেট দুই দিনের মধ্যে প্রকাশ করা হবে বলে সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমনি । এর পরপরই ফলও প্রকাশ করা হবে বলেও তিনি উল্লেখ করেছেন।
উল্লেখ্য এর আগে গত বছর তিনি জানিয়েছিলেন,জেএসসি-জেএডসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের গড় করে ২০২০ সালের এইচএসসির ফল নির্ধারণ করা হবে। জেএসসি-জেডিসির ফলাফলকে ২৫ এবং এসএসসির ফলকে ৭৫ শতাংশ বিবেচনায় নিয়ে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষিত হবে। কিন্তু আইন অনুযায়ী পরীক্ষা মাধ্যমে ফল প্রকাশের বিধান থাকায় এতদিন তা সম্ভব হয়নি।
তাই এইচএসসির ফলাফল প্রকাশ এখন সময়ের ব্যাপার মাত্র।