Saturday, September 21, 2024
Homeশিক্ষাকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৪ দফা নির্দেশনা দিয়েছে প্রশাসন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৪ দফা নির্দেশনা দিয়েছে প্রশাসন

শিক্ষা ডেস্কঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনার কারণে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার ফলে বিভিন্ন বিভাগে তৈরি হয়েছে সেশনজট। এই সেশনজট কাটাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৪ দফা নির্দেশনা দিয়েছে প্রশাসন।

৪ দফা নির্দেশনাগুলো নিম্নরূপ-

১. ইউজিসির গাইডলাইনের আলোকে ৪ মাসে ১ সেমিস্টার পরিচালনার করা। শিক্ষার্থীদের পাঠদানে সময়কাল ও ক্রেডিট ঘণ্টা অপরিবর্তিত রাখা। বিভাগসমূহ একাডেমিক ক্যালেন্ডার পুনঃগঠন করা এবং তা বাস্তবায়ন করা। ফাইনাল পরীক্ষা সমাপ্তির দ্রুত সময়ের মধ্যে আন্তঃপরীক্ষক কর্তৃক উত্তরপত্র পরীক্ষা দপ্তরে প্রেরণ করা।


২. ২০২১ সনের বর্ষপঞ্জিতে উল্লিখিত শীতকালীন এবং আগামী বছরের গ্রীষ্মকালীন ও শীতকালীন ছুটি কমানো।

৩. সশরীরে ও অনলাইন পরীক্ষাসমূহ দুই পদ্ধতিতে চালু।


৪. চূড়ান্ত পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার প্রস্তুতিমূলক ছুটি এক সপ্তাহ করা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

RELATED ARTICLES

Most Popular