প্রেস_বিজ্ঞপ্তিঃ
সূত্রঃ বাপ্রঅপ. ৮৩
তারিখঃ ০৮/১২/২০২১ইং
মধ্যপ্রাচ্যগামী বাংলাদেশ বিমানসহ অন্যান্য দেশীয় উড়োজাহাজ সংস্থার টিকিটের বাড়তি দাম কমানোর জোড় দাবি জানাচ্ছিঃ
বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর বিভিন্ন গন্তব্যে যেতে বাংলাদেশ বিমানসহ অন্যান্য দেশীয় উড়োজাহাজ সংস্থার টিকিটের অতিরিক্ত ভাড়া বেড়ে যাওয়ায় বিদেশে কর্মস্থলে যেতে সমস্যায় পড়ছেন হাজার হাজার প্রবাসী কর্মীরা।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিমানের টিকিটের দাম ছিল ৪০ থেকে ৪৫ হাজার টাকা। বর্তমানে তা ৭০ থেকে ৯০ হাজার টাকায় পৌঁছেছে। আরব আমিরাতের দুবাই বা আবুধাবি পর্যন্ত টিকিট ছিল ৪০ হাজার টাকা, এখন তা ৮৭ হাজার। সৌদি আরবের টিকিট ছিল ৪২ হাজার, এখন ৭৫ হাজার। মাস্কট সহ মধ্যপ্রাচ্যের সব রুটেই ভাড়া বেড়েছে দুই থেকে তিন গুণ।
এই অতিরিক্ত ভাড়া বহন করে যথাসময়ে কর্মস্থলে যাওয়া অভিবাসী কর্মীদের জন্য প্রায় অসম্ভব ও কষ্টসাধ্য।
টিকিটের অতিরিক্ত দামের জন্য নতুন কর্মীরা মধ্যপ্রাচ্যে যেতে হিমশিম খাচ্ছেন। বাড়িঘর ও জমি বিক্রি করে, সুদে টাকা নিয়ে অতিরিক্ত মূল্যে টিকিট কিনতে বাধ্য হচ্ছেন তাঁরা। এছাড়া মধ্যপ্রাচ্য থেকে ছুটিতে আসা কর্মীরা দ্রুত কাজে যোগ দিতে নিয়োগকর্তার কাছ থেকে চাপে আছেন।
প্রতিবেশী দেশ থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উড়োজাহাজের ভাড়া তুলনামূলকভাবে কম। টিকিটের দামের এমন লাগামহীন ঊর্ধ্বগতি অভিবাসীদের জন্য এক মহাসংকট এবং দেশের অর্থনীতির জন্য অত্যন্ত নেতিবাচক। এতে অভিবাসন ব্যয় অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে।
মধ্যপ্রাচ্যগামী বাংলাদেশ বিমানসহ অন্যান্য দেশীয় উড়োজাহাজ সংস্থার টিকিটের বাড়তি দাম কমাতে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ৩ দফা দাবী জানাচ্ছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিকট।
১/ মধ্যপ্রাচ্যগামী বাংলাদেশ বিমানসহ অন্যান্য দেশীয় উড়োজাহাজ সংস্থার টিকিটের বাড়তি দাম কমাতে হবে।
২/ সরকারি সংস্থা বাংলাদেশ বিমানসহ অন্যান্য দেশীয় উড়োজাহাজ সংস্থার মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাড়াতে হবে।
৩/ উড়োজাহাজ সংস্থার টিকিটের অতিরিক্ত মূল্যবৃদ্ধি ঠেকাতে অতিশীগ্রই একটি রেগুলেটরি বোর্ড গঠন করতে হবে।
আহ্বানে,
মো কবীর হোসেন
সভাপতি
কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ
বিপ্লব কুমার পোদ্দার
সাধারণ সম্পাদক
সভাপতি
কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ