Thursday, January 23, 2025
Homeশিক্ষাঙ্গন৫.৩২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হলো নোবিপ্রবির দৃষ্টিনন্দন কেন্দ্রীয় মসজিদ

৫.৩২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হলো নোবিপ্রবির দৃষ্টিনন্দন কেন্দ্রীয় মসজিদ

ক্যাম্পাস ডেস্ক:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের বহুল আকাঙ্ক্ষিত কেন্দ্রীয় জামে মসজিদের শুভ উদ্বোধন করা হবে আজ শুক্রবার(১০ ডিসেম্বর)।

বেলা ১২টায় আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম। প্রথমবারের মতো আজ নতুন মসজিদে জুমার নামাজ আদায় করতে পারবেন মুসল্লিরা।

বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কার্স দপ্তর সূত্রে জানা গেছে, প্রায় ৫ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে তিন তলা ভিত বিশিষ্ট ১০,০০০ (দশ হাজার বর্গফুট) আয়তনের প্রথম তলার নির্মাণ কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এর সাথে রয়েছে ৬০ ফুট উচ্চতার একটি মিনার।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রকৌশলী(সিভিল) ইঞ্জিনিয়ার মাঈন উদ্দিন জানান, মসজিদটিতে প্রায় ১ হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন। ইমাম ও মুয়াজ্জিনের জন্য রয়েছে পৃথক থাকার ব্যবস্থা। এ ছাড়াও রয়েছে পর্যাপ্ত ওযুখানা ও পয়োনিষ্কাশন ব্যবস্থা।

RELATED ARTICLES

Most Popular