Thursday, January 23, 2025
Homeসারাদেশযশোরে চাকুসহ কিশোর গ্যাং-এর ৪ সদস্য গ্রেফতার

যশোরে চাকুসহ কিশোর গ্যাং-এর ৪ সদস্য গ্রেফতার

নবদূত রিপোর্টঃ

বাংলাদেশ পুলিশের শপথ, যশোর জেলাকে মাদক, সন্ত্রাস,চাঁদাবাজ, কিশোর গ্যাংসহ সকল প্রকার অপরাধ মূলক কাজ নিয়ন্ত্রণ করে যশোর জেলার জনগণকে মুক্ত রাখার জন্য কাজ করছে যশোর জেলা পুলিশের বিশেষ টীম।

মঙ্গলবার যশোর কোতোয়ালি মডেল থানাধীন পৌর পার্কের মধ্যে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে এবং সংবাদ পেয়ে যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সঙ্গীয় ফোর্সদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণের সহায়তায় ছিনতাইকারী চক্রের ২ সদস্য যশোর কোতোয়ালি থানার ঘোপ সেন্ট্রাল রোডের মৃত সুরুজ খানের ছেলে মোঃ রাব্বি (১৯) ও খড়কী কাসারদীঘি এলাকা মোঃ আব্দুল জব্বারের ছেলে তানভীর হোসেন ইমন (১৯) দের ২ বার্মিজ চাকুসহ গ্রেফতার করেন এবং ভিকটীম জুবায়ের হোসেন ও সোহান হোসেন নামক ২ ভিকটিমকে উদ্ধার করেন।

পরবর্তীতে পরবর্তীতে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ কিশোর গ্যাং ছিনতাইকারী চক্রের সদস্য। তারা যশোর শহর ও শহরতলীতে বিভিন্ন জায়গায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ড করে থাকে।
তাদের দেওয়া তথ্য অনুযায়ী কোতয়ালী মডেল থানাধীন বেজপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং- এর আরো ২ সদস্য বেজপাড়া এলাকার মোঃ আলমগীর হোসেনের ছেলে রায়হান ইসলাম তুর্য্য (১৯) ও নঙ্গরপুর এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে সাকিবুর রহমান সাদী (১৯) দের ২ টি বার্মিজ চাকুসহ গ্রেফতার করেন।

এ ঘটনায় ভিকটীম জুবায়ের পিতা মোঃ মাহেব হোসেন বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করলে ১৫ ডিসেম্বর কোতোয়ালি মডেল থানায় আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়।

বিলাল মাহিনী
যশোর

RELATED ARTICLES

Most Popular