নবদূত রিপোর্টঃ
রাজধানীর কাকরাইলে কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি জানিয়েছেন, আগামী ২০২৫ সাল থেকে সম্পূর্ণ নতুন শিক্ষাক্রম পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে। আর ২০২৩ সাল থেকে ধাপে ধাপে এ নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা হবে।
নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য ২০২২ সাল থেকে প্রাথমিকে ১০০টি এবং মাধ্যমিকে ১০০টি প্রতিষ্ঠানে পাইলটিং শুরু হচ্ছে। এজন্য শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম চলছে ও টিচার্স গাইড তৈরি হচ্ছে।
আজ শনিবার গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।