Friday, November 15, 2024
Homeস্বাস্থ্যআগের টিকা কার্ড নিয়ে কেন্দ্রে গেলেই মিলবে বুস্টার ডোজ

আগের টিকা কার্ড নিয়ে কেন্দ্রে গেলেই মিলবে বুস্টার ডোজ

নবদূত রিপোর্টঃ

ফ্রন্টলাইনার ও ষাটোর্ধ্বরা আগের টিকা কার্ড নিয়ে কেন্দ্রে গেলেই বুস্টার ডোজ পাবেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।


দেশে করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়া ঠেকাতে সার্বিক প্রস্তুতি রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। দেশে এখনও ওমিক্রন ছড়ায়নি। ওমিক্রন ঠেকাতে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।


তিনি বলেন, করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ সবাইকে দিতে সুরক্ষা অ্যাপের আপডেট করা হচ্ছে। কিছু সংশোধন করা হচ্ছে।


আগামীকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে মালদ্বীপ সফরে যাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে এক সভায় দু’দেশের মধ্যকার আনুষ্ঠানিকতা, বিভিন্ন চুক্তি সম্পন্ন করার প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

RELATED ARTICLES

Most Popular