Monday, December 23, 2024
Homeজাতীয়ইসি গঠন রাষ্ট্রপতির সিদ্ধান্তেই ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

ইসি গঠন রাষ্ট্রপতির সিদ্ধান্তেই ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

নবদূত রিপোর্টঃ


নির্বাচন কমিশন গঠন নিয়ে গতকাল জাতীয় সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টির সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সংলাপ দিয়ে শুরু হয়েছে আলোচনা কর্মসূচি।

আজ মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ইসি গঠন রাষ্ট্রপতির সিদ্ধান্তেই ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল বিকেল ৪টার কিছু সময় পূর্বে বঙ্গভবনে প্রবেশ করে। ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে তাদের আলোচনা হয়।

এছাড়াও আগামী ২২ ডিসেম্বর বিকেল ৪টায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), ২৬ ডিসেম্বর বিকেল ৪টায় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, সন্ধ্যা ৬টায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

পরবর্তীতে ২৭ ডিসেম্বর বিকেল ৪টায় বাংলাদেশ তরিকত ফেডারেশন, একই দিন সন্ধ্যা ৬টায় খেলাফত মজলিশ, ২৮ ডিসেম্বর বিকেল ৪টায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, ২৯ ডিসেম্বর বিকেল ৪টায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এবং একই দিন সন্ধ্যা ৬টায় ইসলামী ঐক্যজোট রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে অংশ নেবে।

RELATED ARTICLES

Most Popular