Tuesday, December 24, 2024
Homeপ্রযুক্তিমেডিপস সফটওয়্যার যাত্রা শুরু করেছে আজ

মেডিপস সফটওয়্যার যাত্রা শুরু করেছে আজ

নবদূত রিপোর্টঃ

রাজধানীর একটি হোটেলে ঔষধ শিল্পের উপর তৈরি মেডিপস সফটওয়্যারের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা জানান, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই।

নকল ও ভেজাল ঔষধ বাজারে আসা বন্ধের লক্ষ্যে যাত্রা শুরু করেছে মেডিপস সফটওয়্যার। মূলত নির্ভেজাল ওষুধ মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করবে এই অ্যাপটি।


এসময় ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অধিদপ্তরের সাবেক ডিজি ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. মোস্তাফিজুর রহমান বলেছেন, সঠিক ওষুধটি মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করবে এই অ্যাপ।


আজ বুধবার আনুষ্ঠানিক ভাবে মেডিপস সফটওয়্যারের যাত্রা শুরু হয়।

RELATED ARTICLES

Most Popular