নবদূত রিপোর্টঃ
উৎসব নেই তাতে কি, উচ্ছ্বাস তো রয়েছে। নাইবা হলো আড়ম্বরতা, নতুন বইতো ছুঁতে পেরেছে কচিকাচারা।
বছরের প্রথম দিন নতুন বই সংগ্রহ করতে অভিভাবকের হাত ধরে শিক্ষাঙ্গনে ভিড় করে শিশু শিক্ষার্থীরা। চলতি বছর ৪ কোটি ১৭ লাখ ২৬ হাজার ৮৫৬ শিক্ষার্থীর মাঝে দেওয়া হচ্ছে প্রায় ৩৫ কোটি বই।
২০১০ সাল থেকে শুরু বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, যা অনন্য নজির সারাবিশ্বে। করোনা থাবায় ২০২১ সালের মতো বিশেষ এই দিনটিতে এবারও হয়নি বই উৎসব।
আজ শনিবার সকাল থেকেই স্কুলে স্কুলে অভিভাবকের সঙ্গে বই সংগ্রহ করতে আসে খুদে শিক্ষার্থীরা। নতুন ক্লাসের বই হাতে পেয়ে যেন তাদের খুশির অন্ত নেই।