নবদূত রিপোর্টঃ
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, করোনার সংক্রমণ বৃদ্ধি পেলে লকডাউনের চিন্তা আমাদের মাথায় আছে। তবে এখনি লকডাউনের বিষয়ে ভাবছি না।
করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রন সংক্রমণ বেড়ে গেলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। এছাড়া লকডাউনের পরিকল্পনাও রয়েছে।
গতকাল এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে মন্ত্রী জানিয়েছিলেন, ওমিক্রন ঠেকাতে প্রস্তুতিমূলক এ সভা থেকে বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লকডাউনের কোনো পরিস্থিতি এখনো হয়নি। তাই লকডাউনের সুপারিশ তারা করেননি। কিন্তু একদিন পরেই স্বাস্থ্যমন্ত্রী লকডাউনের কথা জানালেন।
আজ মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন তিনি।