Friday, November 15, 2024
Homeশিক্ষাঙ্গনসিকৃবিতে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিকৃবিতে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ক্যাম্পাস ডেস্ক:

নানা কর্মসূচীর মধ্যে দিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ( সিকৃবি) বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকাল ৪.৩০ মিনিটে আনন্দ শোভাযাত্রার আয়োজন করে সিকৃবি ছাত্রলীগ নেতা-কর্মীরা।


শোভাযাত্রা সিকৃবি কাঁঠাল চত্ত্বর থেকে শুরু হয়ে সিকৃবির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহিদ মিনারে এসে শেষ হয়।শোভাযাত্রার শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। এর পর সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে সিকৃবি ছাত্রলীগ।
এতে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেয়।

এসময় কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজহাতে গড়া শিক্ষা-শান্তি-প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ৪ জানুয়ারি ২০২২ গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের একেকটি সিঁড়ি বেয়ে ৭৫ বছরে পদার্পণ করল।

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষা-শান্তি-প্রগতির মূলমন্ত্রে দীক্ষিত হয়ে গৌরবগাথা, ইতিহাসকে সমুন্নত রাখতে ও জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বাস্তবায়নের পথে আরও একধাপ এগিয়ে যাবে।

তারা আরো বলেন,বাংলাদেশ ছাত্রলীগ দেশের ও দশের কল্যাণে সর্বদা নিয়োজিত। তার কারণ বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে। বঙ্গবন্ধুর দেখানো পথে চলে। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করে। শান্তি প্রতিষ্ঠায় কাজ করে।

RELATED ARTICLES

Most Popular