Friday, November 15, 2024
Homeসারাদেশবেনাপোল স্থলবন্দরে সুরক্ষা জোরদারের ব্যবস্থা নেওয়া হয়েছে

বেনাপোল স্থলবন্দরে সুরক্ষা জোরদারের ব্যবস্থা নেওয়া হয়েছে

নবদূত রিপোর্টঃ

ভারতের পশ্চিমবঙ্গে ওমিক্রন সংক্রমণ ঠেকাতে কঠোর বিধিনিষেধ দেওয়ায় সতর্কতা বেড়েছে এ বন্দরে। এরপর জোরদার করা হয়েছে স্বাস্থ্যবিধিও। বন্দরে ট্রাক ঢোকার সময় জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে।

বেনাপোল বন্দর দিয়ে মেডিকেল, বিজনেস ও শিক্ষা ভিসায় ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রী যাতায়াত ও বাণিজ্য এখনও সচল।

করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে বেনাপোল স্থলবন্দরে যাত্রীদের সুরক্ষা জোরদারের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে আরও ব্যবস্থা নিতে বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠকের কথা জানিয়েছে জেলা প্রশাসন।

RELATED ARTICLES

Most Popular