Wednesday, December 25, 2024
Homeশিক্ষাঙ্গনসরকারি বাঙলা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনু‌ষ্ঠিত

সরকারি বাঙলা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনু‌ষ্ঠিত

নবদূত রিপোর্ট:

সরকারি বাঙলা কলেজের শিক্ষক পরিষদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২২ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। এতে সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক মিটুল চৌধুরী।

শনিবার (৮ জানুয়ারি) সকাল ১০ টা থে‌কে বেলা ৩টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে বিকাল ৫ টায় ফলাফল ঘোষণা করা হয়।

অধ্যাপক মিটুল চৌধুরী নির্বাচনে ৯৪ ভোট পেয়ে সম্পাদক প‌দে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এসএম মাহাবুবুল ইসলাম পেয়েছেন ৫২ ভোট। যুগ্ম-সম্পাদক পদে ১০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. সিকান্দার আলী ভুঁইয়া। তার নিকটতম প্রার্থী ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক লাকী রানী হালদার পেয়েছেন ৪৪ ভোট। দপ্তর সম্পাদক পদে ৮৮ ভোট পেয়ে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম। নিকটতম প্রার্থী বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হোমায়রা মো‌র্শেদা আখতার পে‌য়ে‌ছেন ৬২ ভোট। বিনোদন ও ক্রীড়া সম্পাদক পদে ৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের প্রভাষক প্রসেনজিৎ গাইন। তার নিকটমত প্রার্থী উদ্ভিদবিজ্ঞানের সহকারী অধ্যাপক মোত্তালেব মিজান পেয়েছেন ৬৮ ভোট।


অধ্যাপক প্র‌তি‌নি‌ধি হি‌সে‌বে ‌নির্বা‌চিত হ‌য়েছেন সমাজকর্ম বিভা‌গের অধ্যাপক ড. শা‌হীনারা বেগম নির্বা‌চিত হ‌য়ে‌ছেন।
এছাড়াও একা‌ধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্থ সম্পাদক অর্থনী‌তি বিভা‌গের প্রভাষক মো. জাহিদুল হুদা, সহকারী অধ্যাপক প্র‌তি‌নি‌ধি জনাব নাস‌রীন আক্তার ও প্রভাষক প্রতি‌নি‌ধি জনাব আ‌মিনুল ইসলামকে নির্বা‌চিত ঘোষণা করা হয়।

নব-‌নির্বা‌চিত সম্পাদক অধ্যাপক মিটুল চৌধুরী ব‌লেন, শিক্ষক‌দের প্রত্যাশা অনুযায়ী কা‌জ কর‌তে চাই। এখা‌নে কেউ কারও প্র‌তিপক্ষ নয়। একটা প‌রিবার হ‌য়ে সকল‌কে নি‌য়ে কাজ করা হ‌বে।পাশাপ‌া‌শি শিক্ষার্থী‌দের চাওয়া‌কেও প্রাধান্য দেওয়া হ‌বে।

নির্বাচনের সার্বিক বিষয়ে অধ্যক্ষ ড. অধ্যাপক ফেরদৌসী খান বলেন, নির্বাচনের সার্বিক বিষয়ে অধ্যক্ষ ড. অধ্যাপক ফেরদৌসী খান বলেন, ‘বাঙলা কলেজের ইতিহাসে এবা‌রেই প্রথম উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভা‌বে নির্বাচন অনুষ্ঠিত হয়ে‌ছে। সকলে স্বতঃস্ফূর্তভা‌বে নিরপেক্ষভাবে ভোট প্রদান করতে পেরেছেন’। এছাড়াও যারা বিজয়ী হয়েছেন তারা সক‌ল শিক্ষকদের নি‌য়ে কাজ করার প‌াশাপা‌শি ছাত্র‌দের নি‌য়েও কাজ কর‌ার আহ্বান জানান।

উপাধ্যক্ষ প্রফেসর মো: জাহাঙ্গীর হোসেন বলেন, নতুন শিক্ষক পরিষদ এসডিজি এর লক্ষ্য মাত্রা ‘মানসম্মত শিক্ষা’ বাস্তবায়নে কাজ করবে এটাই আমরা প্রত্যাশা করি।
এর আ‌গে প্রধান নির্বাচন কমিশনার প্র‌ফেসর মো. হুমায়ুন ক‌বির সা‌র্বিক প‌রি‌স্থি‌তি সম্প‌র্কে ব‌লেন, সুষ্ঠু ও সুন্দরভা‌বে নির্বাচন অনুষ্ঠ‌িত হ‌য়ে‌ছে। ভোটাররা বেশ উৎসমুখর প‌রি‌বে‌শে তা‌দের পছ‌ন্দের প্রার্থী‌দের ভোট দি‌য়ে‌ছেন।

RELATED ARTICLES

Most Popular