নবদূত রিপোর্টঃ
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২ হাজার ৯৮৮ বোতল ফেনসিডিল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
রবিবার (১৬ জানুয়ারী) দুপুরে বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রাম থেকে এ ফেনসিডিলের চালানটি উদ্ধার করা হয়।
যশোর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, মাদক পাচারকারীরা মাদকের একটি চালান এনে সাদিপুর সীমান্তে অবস্থান করছে। এমন খবরে, সেখানে অভিযান চালালে পাচারকারীরা কয়কটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তার ভিতর থেকে ২ হাজার ৯৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ফেনসিডিল ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সিজার ষ্টোরে জমা করা হবে জানান বিজিবির এ কর্মকর্তা।
আর উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক সিজার মূল্য ১১ লাখ ৯৫ হাজার ২০০ টাকা বলে জানায় বিজিবি।
বিলাল মাহিনী
যশোর