Saturday, September 21, 2024
Homeশিক্ষাঙ্গনশাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনার প্রতিবাদে ববিতে বিক্ষোভ

শাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনার প্রতিবাদে ববিতে বিক্ষোভ

ক্যাম্পাস ডেস্কঃ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত (সিলেট) শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্বেচ্ছাচারীতার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বিক্ষোভ সমাবেশ করেন।পরে ১২টায় বরিশাল-পটুয়াখালি মহাসড়ক বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে গ্রাউন্ড ফ্লোরে এসে শেষ করে।

আজ সোমবার বেলা ১১ টায় ববির মূল ফটকে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে ববি’র একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী এ কে আরাফাত বলেন, ‘একটি স্বায়ত্ত্বশাসন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর উপর ন্যক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায়না।স্বাধীন দেশে নির্বিচারে পুলিশ দেশের সম্পদের (শিক্ষার্থী) ওপর কীভাবে গুলি চালায় তা বোধগম্য হয় না।অচিরেই এর সাথে জড়িত সকল দোষীদের দৃষ্টান্ত শাস্তি ও শাবিপ্রবির উপাচার্যের পদত্যাগ দাবি জানাচ্ছি।’

মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগ ২০১৬-১৭ সেশনের সুজয় শুভ বলেন, “সর্বোচ্চ বিদ্যাপিঠে পেটুয়া বাহিনী মিলে এ ধরণের নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।যেকোনো বিশ্ববিদ্যালয়ে এ ধরণের ন্যক্কারজনক ঘটনা ও অমানবিক নির্যাতন করলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় পাশে থাকবে ও প্রতিবাদ জানাবে।

পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী সুজন মাহমুদ বলেন, সাস্টে (শাবিপ্রবি) আমাদের ভাই বোনদের উপর যে বর্বরোচিত হামলা করা হয়েছে তা ইতিহাসে বিরল। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে পন্ড করার জন্য বিশ্ববিদ্যালয়ের কুলাঙ্গার প্রশাসনের এই ন্যাক্কারজনক হামলা। এই দেশ কারো বাপের নয়, এই দেশ কোনো ভিসির নয়। তাই আমরা অনতিবিলম্বে শাবিপ্রবি ভিসির বহিষ্কার চাচ্ছি।’

RELATED ARTICLES

Most Popular