Thursday, December 26, 2024
Homeস্বাস্থ্যযশোরে একদিনে ২৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত

যশোরে একদিনে ২৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত

নবদূত রিপোর্টঃ

দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বাড়ছে প্রতিদিন। সেই সঙ্গে বাড়ছে শনাক্তের হারও।যশোরের অবস্থা আরও খারাপের।

সর্বশেষ ২৪ ঘণ্টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে যশোরের ১১৮ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২০ দশমিক ৩৩ শতাংশ। সোমবার ১৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংক্রমণ নিয়ন্ত্রণে এরই মধ্যে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান ও সমাবেশ বন্ধ রাখতে বলা হয়েছে। গণপরিবহনেও স্বাস্থ্যবিধি মেনে যাত্রী চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। তবু সাধারণ মানুষের মধ্যে নেই স্বাস্থ্যবিধি মানার কোনো লক্ষণ।

বিলাল মাহিনী
যশোর

RELATED ARTICLES

Most Popular