Wednesday, December 4, 2024
Homeনির্বাচিতজাবির পরে ঢাবিতে তালা ভেঙে হলে প্রবেশ শিক্ষার্থীদের।

জাবির পরে ঢাবিতে তালা ভেঙে হলে প্রবেশ শিক্ষার্থীদের।

  1. ঢাকা বিশ্ববিদ্যালয়: সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হল খুলে দেওয়ার দাবিতে যে আন্দোলন শুরু হয়েছে, তার প্রভাব ঢাকা বিশ্ববিদ্যালয়েও পড়েছে।

সোমবার সকালে ১০টার সময় হল খুলে দেওয়ার দাবিতে ঢাবির শহীদুল্লাহ হলে শিক্ষার্থীরা জড়ো হন। তারপর দুপুরের ১২টার দিকে ২০-৩০ জন্য শিক্ষার্থী ওই হলের তালা ভেঙে শহীদ আতাউর রহমান ভবনের ২১১১ নম্বর রুমে গিয়ে উঠেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানান, দেশের সবকিছু স্বাভাবিক থাকলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবেই আবাসিক হলগুলো বন্ধ রেখেছেন। তাই আজ থেকে আমরা হলেই থাকব।

এ বিষয়ে জানতে হলের প্রভোস্ট সৈয়দ হুমায়ুন আখতারকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

এদিকে হল খুলে দেওয়ার দাবিতে অমর একুশে হলের সামনে অবস্থান নিয়েছেন অর্ধশতাধিক শিক্ষার্থী। যে কোনো সময় তারা হলের ভেতরে প্রবেশ করবেন বলে ঘটনাস্থল থেকে আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানিয়েছেন।

RELATED ARTICLES

Most Popular