Tuesday, December 24, 2024
Homeসারাদেশযশোরে গোয়েন্দা অভিযানে কথিত তক্ষক বিক্রয় প্রতারক চক্রের সদস্য গ্রেফতার

যশোরে গোয়েন্দা অভিযানে কথিত তক্ষক বিক্রয় প্রতারক চক্রের সদস্য গ্রেফতার

নবদূত রিপোর্টঃ

যশোর জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এসআই রাজেশ কুমার দাশ, এসআই আরিফুল ইসলাম, এএসআই নির্মল কুমার ঘোষ গনের সমন্বয়ে গঠিত একটি টিম মনিরামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।

সুত্র জানায়, গতকাল শনিবার রাতে মনিরামপুর থানাধীন বিপ্রকোনা গ্রামস্থ জনৈক রেজাউল ইসলামের বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর হতে প্রতারক চক্রের সক্রিয় সদস্য বিশ্বজিৎ মন্ডল (২৫), মোঃ আব্দুল খালেকদের গ্রেফতার করেন পুলিশ।

গ্রেফতারকালে তাদের দখল হতে কথিত তক্ষক নামীয় সরীসৃপ প্রাণী ০২ টা জীবিত ও ০১ টা মৃত প্রাণী ও নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করেন।

বেশ কিছুদিন যাবত গোপন সংবাদ পাওয়া যাচ্ছিল যে, মনিরামপুর থানা এলাকায় একটা প্রতারক চক্র কথিত তক্ষক নামীয় সরীসৃপ বিক্রয়ের নামে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার কৌশল করতেছিল। নজরদারি অব্যহত রাখা হয় এবং সফল অভিযান পরিচালনা করা হয়। জীবিত প্রাণীগুলোকে বিজ্ঞ আদালতের আদেশ প্রাপ্তি সাপেক্ষে বিভাগীয় ফরেষ্ট অফিসারের মাধ্যমে প্রকৃতিতে অবমুক্ত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিলাল হোসেন মাহিনী
যশোর

RELATED ARTICLES

Most Popular