Friday, November 15, 2024
Homeশিক্ষাঙ্গনবঙ্গবন্ধুর দেখানো পথে দেশ এগিয়ে চলছে

বঙ্গবন্ধুর দেখানো পথে দেশ এগিয়ে চলছে

ক্যাম্পাস ডেস্কঃ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বঙ্গবন্ধুর দেখানো পথে দেশ এগিয়ে চলছে। যেন আজও পথ দেখাচ্ছেন জাতির পিতা। রোববার বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান এক ভার্চুয়াল সেমিনারে এসব কথা বলেন।

বঙ্গবন্ধুর দেয়া লড়াকু মন এবং বাংলাদেশের অর্থনীতির অভাবনীয় রূপান্তর” বিষয়ে এক ভার্চুয়াল সেমিনারে মুখ্য আলোচকের বক্তব্যে এসব কথা বলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপনের অংশ হিসেবে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের আয়োজনে এই ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে ড. আতিউর রহমান যুদ্ধবিদ্ধস্থ বাংলাদেশকে এগিয়ে নিতে, বাংলাদেশের অর্থনীতির অভাবনীয় রূপান্তরে বঙ্গবন্ধুর নেয়া পদক্ষেপগুলো তুলে ধরেন।

তিনি বলেন, নিপীড়িত মানুষের মুক্তির আকাঙ্ক্ষা শুরু থেকেই বঙ্গবন্ধুর রাজনীতির কেন্দ্রে ছিলো। সদ্য প্রতিষ্ঠিত রাষ্ট্রের কল্যাণমুখী ও অন্তর্ভুক্তিমূলক নীতি নিশ্চিত করেছিলো তাঁর সংবিধান।

সেমিনারে সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক তালাত সুলতানা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। তবে তরুণ প্রজন্মকে বেশি কাজ করতে হবে তার স্বপ্ন পূরণে। তবেই সোনার বাংলা গড়া সম্ভব হবে।

কলেজটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সালমা মুক্তার সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মো. মহিউদ্দিন, অধ্যাপক ড. রতন সিদ্দিকীসহ কলেজের সকল বিভাগীয় প্রধান ও শিক্ষকরা।

এছাড়াও কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ রিপন মিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল ও বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

Most Popular