Wednesday, January 22, 2025
Homeবিনোদননিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন: নিপুণ

নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন: নিপুণ

বিনোদন ডেস্কঃ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে অংশ নেন নিপুণ। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জায়েদ খান। নির্বাচনে জায়েদ খানের বিপরীতে ভোটে হেরে গেছেন নিপুণ। এরপর থেকেই তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন।

অভিনেত্রী বলেন, নির্বাচন কমিশনার এই নির্বাচনে এক পক্ষকে টেনেছেন। প্রধান নির্বাচন কমিশনার শুধুমাত্র মিশা-জায়েদ খান প্যানেলকে সব রকমের সাপোর্ট দিয়েছেন। তিনি আমাদেরকে কোনো সাপোর্ট দেননি। তার কিসের এত টান, তিনি কেন এইরকম করলেন। তিনি যে সরকারি চাকরি করেন তারও তদন্ত করা হোক।

অভিনেত্রী নিপুণ নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ নিয়ে সাধারণ ডায়েরি করেছেম বনানী থানায়। আজ রোববার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

এর আগে গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন।

RELATED ARTICLES

Most Popular