Friday, November 15, 2024

মলিন বদন

বিলাল মাহিনী

বিবস্ত্র অন্তরের গায়ে হিমেল হাওয়া
সিক্ত ডানা গুটিয়ে চলে পক্ষীরা
বাজের ছোবলের ভয়ে সুড়ঙ্গে লুকোয় ভীতুদের প্রাণ

লক্ষ প্রাণ বিনাশ করতে পারে জোক-শকুনের দল
টিকিয়ে রাখতে নেকড়ের ফ্যাসিবাদী সংসার

হাজারো প্রশ্নের স্তূপে চুপচাপ থেঁতলে গেছে স্বজনহারা দুখীদের মন
ভেঙে গেছে হাসির পা
পাখির ডানা

বদলে গেছে প্রকৃতি
সবুজে ধরেছে চিড়
ধুলোরা করেছে ভিড়
অভাবী হারিয়েছে গতি

বদলে গেছে ঘুমের শহর,
কালো জলে ভরেছে নহর
আসমান ছড়িয়ে দিচ্ছে বেহুদা ভেজা শীতকাল

নর্তকীর মলিন বদন, শিল্পীর কণ্ঠে কর্কশ সুর, বীণায় অস্পষ্ট তান
মার্কসবাদ চাইছে শ্রেণি সংগ্রাম
ধর্মনিরপেক্ষতার আড়ালে ধর্মহীন সমাজ
ধর্মের নামে স্বার্থসিদ্ধি!

শান্তির কবিরা শোনায় সেই থেমে যাওয়া বাতাসের গল্প,
যার অস্থিতে ঘুমে আছে স্বর্গীয় স্বপ্ন।

আমি কবি,
ভেঙেচুরে উঠে দাঁড়াবো-
এমন প্রতিজ্ঞায় ছেড়ে যাই স্ত্রী-স্বজন।

অশ্রুসিক্ত মা বলছে, কোথাও কেউ নেই, তুই আমার কাছেই বেশি নিরাপদ হে বৎস! আমি কি ধন্যবাদ না দিয়ে থাকতে পারি হে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা, ওহে জাতীয়তাবাদ!

বিলাল মাহিনী
০৫-০২-২২

RELATED ARTICLES

Most Popular