Friday, November 15, 2024
Homeজাতীয়তৃতীয়বারের মতো মেয়র হিসেবে শপথ নিলেন আইভী

তৃতীয়বারের মতো মেয়র হিসেবে শপথ নিলেন আইভী

নবদূত রিপোর্ট:

টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নিয়েছেন সেলিনা হায়াৎ আইভী।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শপথ নেন তিনি। গণভবন থেকে অনলাইনে তাকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেয়রের পর নির্বাচিত কাউন্সিলদেরও শপথ পড়ানো হয়।

গত ১৬ জানুয়ারির ভোটে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে হ্যাটট্রিক জয় পান আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। আইভী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৩টি ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতি মার্কার স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার পেয়েছেন ৯২ হাজার ১৭১টি ভোট। তাদের ভোটের পার্থক্য ৬৯ হাজার ১০২।

উল্লেখ্য, ২০১১ সালে বাংলাদেশের কোনো সিটি করপোরেশনের প্রথম নারী মেয়র নির্বাচিত হন আইভী। সেসময় নির্দলীয় নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও বর্তমান সাংসদ শামীম ওসমানকে ১ লাখ ২ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন আইভী। ২০১৬ সালে ৮০ হাজার ভোটে বিএনপির সাখাওয়াত হোসেন খানকে পরাজিত করেন তিনি। সে সময় সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৬১১ ভোট। আর সাখাওয়াত হোসেন খান পান ৯৬ হাজার ৪৪ ভোট।

RELATED ARTICLES

Most Popular