Thursday, December 26, 2024
Homeসারাদেশসিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু

নবদূত রিপোর্টঃ


সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর (৫২) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি রেলক্রসিং এলাকায় দুর্ঘটনাটি ঘটে ও পুলিশ মরদেহ উদ্ধার করে।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস মুলিবাড়ি রেলক্রসিং এলাকায় পৌঁছালে ওই নারী ট্রেনে কাটা পড়ে। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

Most Popular