Wednesday, February 26, 2025
Homeজাতীয়প্রস্তাবকারীদের নাম প্রকাশ করবে না সার্চ কমিটি

প্রস্তাবকারীদের নাম প্রকাশ করবে না সার্চ কমিটি

নবদূত রিপোর্ট:

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার হিসেবে নিয়োগের জন্য সার্চ কমিটিতে আসা নামগুলো সোমবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তবে প্রস্তাবকারীদের নাম প্রকাশ করা হবে না।

রোববার (১৩ ফেব্রুয়ারি) বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সার্চ কমিটির তৃতীয় বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা এখন নামের তালিকা জমা দেয়নি, তারা আগামীকাল বিকেল ৫টার মধ্যে ইমেইলের মাধ্যমে ইসির জন্য প্রস্তাবিত নাম দিতে পারবে। শুধুমাত্র রাজনৈতিক দলগুলো এ সুযোগ পাবে। মঙ্গলবার বিকেলে সার্চ কমিটির পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।

RELATED ARTICLES

Most Popular