Sunday, January 12, 2025
Homeশিক্ষাঙ্গনচুয়েটে স্নাতক ১ম বর্ষের ওরিয়েন্টেশন আগামীকাল

চুয়েটে স্নাতক ১ম বর্ষের ওরিয়েন্টেশন আগামীকাল

শিক্ষা ডেস্কঃ

শিক্ষা জীবনের অন্যতম স্মরণীয় দিন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ১ম দিনটি। আর সেটা যদি হয় কোনো প্রকৌশল বিদ্যাপীঠে এবং চুয়েটের মতো পাহাড়ঘেরা সবুজ ক্যাম্পাসে। তাহলে তো আর কথাই নেই। এমনই এক মাহেন্দ্রক্ষণের সামনে দাড়িয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০ ব্যাচের ৯০১ জন শিক্ষার্থী।

আগামী কাল চুয়েটের ২০ ব্যাচ তথা ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম’ অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের গোল চত্ত্বর সংলগ্ন বাস্কেটবল মাঠে সকাল ১০.০০ ঘটিকায় এটি আয়োজিত আয়োজিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন বৃন্দ। ডিনরা নবাগত ছাত্রদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়মকানুন নিয়ে বিষয়ভিত্তিক আলোচনায় করবেন। এতে স্বাগত বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী।

উল্লেখ্য গত বছর ১৩ নভেম্বর চুয়েট-কুয়েট-রুয়েট সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সর্বমোট ২৫ হাজার ৬৪৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। গত ৫ ডিসেম্বর থেকে তিনটি বিশ্ববিদ্যালয়েই একযোগে ভর্তি কার্যক্রম শুরু করে।

RELATED ARTICLES

Most Popular