Sunday, January 12, 2025
Homeশিক্ষাঙ্গনবেরোবিতে নবীন বরণ অনুষ্ঠান

বেরোবিতে নবীন বরণ অনুষ্ঠান

শিক্ষা ডেস্কঃ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস /নবীন বরণ (৩ মার্চ ২০২২) স্বাস্থ্যবিধি মেনে সশরীরে অনুষ্ঠিত হয়।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদভুক্ত ২২ বিভাগে বিভাগীয় ব্যবস্থাপনায় ওরিয়েন্টেশন ক্লাস আয়োজন করা হয়।
এসবের মধ্যে উল্লেখযোগ্য হলো গণিত বিভাগের নবীন বরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপচার্য ড. হাসিবুর রহমান এবং উপস্থিত ছিলেন গণিত বিভাগের শিক্ষকগণ: মো: তাইজুল ইসলাম,আর এম হাফিজুর রহমান, কমলেশ চন্দ্র রায় ,মো: হান্নান মিয়া, মোঃ মশিউর রহমান, মোঃ ইসমাইল হোসেন ,মোছা: জেসমিন নাহার প্রমুখ।

গণিত বিভাগের শিক্ষার্থীর মহেন্দ্র নাথ রায়ের সঞ্চালনায় শুরুতেই বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ডঃ হাসিবুর রহমান। তিনি বলেন, “আপনাদের সহয়তায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নীতিমালায় পরিবর্তন করা হয়েছে, সেটা বিশ্ববিদ্যালয়ের উন্নতির জন্য বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানদন্ডে উন্নীত করার জন্য এবং আমি আশা করি আপনাদের চার বছরের কোর্স চার বছরের মধ্যেই সম্পন্ন হবে।”

এরপর উপস্থিত সকল শিক্ষকগণ সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং অবশেষে বিভাগীয় প্রধান প্রফেসর ডঃ মোঃ তাইজুল ইসলামের শিক্ষার্থীদের প্রতি আর্দেশ মূলক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

RELATED ARTICLES

Most Popular