শিক্ষা ডেস্কঃ
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ‘সেন্টার ফর এক্সিলেন্স এ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্টের’ (সিইসিডি) উদ্যোগে মুভি ফেস্টের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের এম আই পাটোয়ারী অডিটোরিয়ামে সিইসিডির পরিচালক সহকারী অধ্যাপক আনিসুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন
বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ড. শাহ আলম চৌধুরী।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক সাজ্জাদ হোসেন, সহযোগী অধ্যাপক মিলি রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ফজলুল হক পলাশ এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা৷
মুভি ফেস্টে সিইসিডির ডিরেক্টর ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আনিসুর রহমান বলেন, সিইসিডি কর্তৃক আয়োজিত বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা তাদের দক্ষতা উন্নয়নে এগিয়ে যাচ্ছে৷
অনুষ্ঠানে ইংরেজি বিভাগের প্রভাষক শরিফুল ইসলামের তত্বাবধানে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রদর্শিত মুভির উপর প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করা হয় এবং ভাষাগত দক্ষতা উন্নয়নে তাদের মতামত প্রকাশ করা হয়৷