Friday, September 20, 2024
Homeঅপরাধঅভয়নগরে ইউপি সদস্যকে গুলি করে হত্যা : গুলিবিদ্ধ ছেলে

অভয়নগরে ইউপি সদস্যকে গুলি করে হত্যা : গুলিবিদ্ধ ছেলে

যশোরের অভয়নগরে নূর আলি (৫০) ওরফে নূর আলী মেম্বার নামে এক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। রবিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে শুভরাড়া ইউনিয়নের শুভরাড়া গ্রামের বাবুরহাট নামকস্থানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তিনি।

এ সময় তার ছেলে ইব্রাহিম (১৬) গুলিবিদ্ধ হয়ে আহত হয়।
নিহত নূর আলি অভয়নগর উপজেলার ৭ নং শুভরাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। আহত ইব্রাহিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মণ্ডল জানান, রবিবার অভয়নগর থানা পুলিশের ৭ মার্চের আনন্দ উদযাপন অনুষ্ঠান শেষে সন্ধ্যার পর মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফিরছিলেন নূর আলি ও তার ছেলে। শুভরাড়া ইউনিয়নের বাবুরহাট নামকস্থানে পৌঁছালে অজ্ঞাত সন্ত্রাসীরা খুব কাছ থেকে গুলি ছোড়ে। গুলিতে নূর আলির মাথার খুলি উড়ে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নূর আলির ছেলে চালক ইব্রাহিমের পায়ে গুলি লাগে।

মেম্বর পুত্র ইব্রাহিমকে হাসপাতালে ভর্তির জন্য প্রেরণ করা হয়েছে। হত্যা রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।

RELATED ARTICLES

Most Popular