Thursday, January 23, 2025
Homeশিক্ষাঙ্গননোবিপ্রবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ২৮ মার্চ

নোবিপ্রবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ২৮ মার্চ

ক্যাম্পাস ডেস্ক:

আগামী ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস।

সোমবার(১৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রেজিস্ট্রার মো. জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস আগামী ২৮ মার্চ থেকে শুরু হবে। ক্লাস শুরুর ১৫ কার্যদিবসের মধ্যে যারা ক্লাসে উপস্থিত হতে পারবে না, শিক্ষা অধ্যাদেশ অনুযায়ী তাদের ভর্তি বাতিল হবে।’

এ সময়ের মধ্যে যারা ক্লাসে উপস্থিত হতে ব্যর্থ হবে তাদের তালিকা বিভাগীয় চেয়ারম্যান কর্তৃক রেজিস্ট্রার বরাবর আগামী ২১ এপ্রিলের মধ্যে পাঠানোর বিষয়টিও বলা হয় ওই বিজ্ঞপ্তিতে।

RELATED ARTICLES

Most Popular