Monday, December 23, 2024
Homeসারাদেশকুমিল্লায় কিশোরকে প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা!

কুমিল্লায় কিশোরকে প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা!

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা নগর উদ্যানের পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শাহাদাত নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় নগরীর মিশনারী স্কুলের সামনের সড়কে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।


নিহত শাহাদাত স্থানীয় মোগলটুলী এলাকার গাড়ি চালক মোহাম্মদ শাহ আলম ভুঁইয়ার ছেলে। সে নগর উদ্যানের একটি রাইডের টিকিট কাউন্টারে চাকুরি করতো।
পুলিশ ও স্থানীয়রা জানায়- রাইডের টিকেট কাটা নিয়ে বেশ কয়েকজন যুবকের সাথে শাহাদাতের কথা কাটাকাটি হয়। পরে ওই ৫-৬ জন যুবক মিলে তাকে পিটিয়ে উদ্যানের পাশে রাস্তায় নিয়ে আসেন। সেখানে হামলাকারীদের ছুরিকাঘাতে শাহাদাত গুরুতর আহত হয়। পরে আশংকা জনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।


কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সহিদুর রহমান ঘটনাটি নিশ্চিত করে জানান- শাহাদাতের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। ঘটনাস্থলের আশেপাশে সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular