প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে সমাপ্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবির) ঐতিহ্যবাহী জগন্নাথ হল প্রশাসনের উদ্যোগে আয়োজিত শারদীয় দুর্গাপূজা।
মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টায় জগন্নাথ হলের পুকুরে প্রতিমা বিসর্জন হয়। এর আগে প্রতিমা নিয়ে শুভ বিজয়ী র্যালির মাধ্যমে জগন্নাথ হল পুকুর ৭ বার প্রদক্ষিণ করেন অংশগ্রহণকারীরা।
পূজা মণ্ডপে চলে ঢাকের তালে নাচগান, সিঁদুর খেলা আর আনন্দ-উৎসব। এসময় তারা ‘মা আমাদের যাচ্ছে চলে আসছে বছর আবার হবে’, ‘বলো দুর্গা মায়কি জয়’, ইত্যাদি স্লোগান দিয়ে দুর্গাকে বিদায় জানান।
৫ দিন ব্যাপী জগন্নাথ হল পূজাপ্রাঙ্গন ছিল সরগরম। ঢাকাসহ ঢাকার বাইরে থেকে হিন্দু ধর্মালম্বীরা পূজামণ্ডপে আসেন। জগন্নাথ হলে নাগরদোলা, নানা রকমের খাবারের দোকানের বাহারি মেলা ও জনসমাগমে ছিল শারদীয় দুর্গোৎসবের আমেজ। এছাড়াও বিভিন্ন ধর্মালম্বীরা এসেছেন পূজা পরিদর্শন করতে।