Friday, November 15, 2024
Homeশিক্ষাঙ্গনপ্রতিমা বিসর্জনে সমাপ্ত হলো ঢাবির জগন্নাথ হলের দুর্গাপূজা

প্রতিমা বিসর্জনে সমাপ্ত হলো ঢাবির জগন্নাথ হলের দুর্গাপূজা

প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে সমাপ্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবির) ঐতিহ্যবাহী জগন্নাথ হল প্রশাসনের উদ্যোগে আয়োজিত শারদীয় দুর্গাপূজা।

মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টায় জগন্নাথ হলের পুকুরে প্রতিমা বিসর্জন হয়। এর আগে প্রতিমা নিয়ে শুভ বিজয়ী র্যালির মাধ্যমে জগন্নাথ হল পুকুর ৭ বার প্রদক্ষিণ করেন অংশগ্রহণকারীরা।

পূজা মণ্ডপে চলে ঢাকের তালে নাচগান, সিঁদুর খেলা আর আনন্দ-উৎসব। এসময় তারা ‘মা আমাদের যাচ্ছে চলে আসছে বছর আবার হবে’, ‘বলো দুর্গা মায়কি জয়’, ইত্যাদি স্লোগান দিয়ে দুর্গাকে বিদায় জানান।

৫ দিন ব্যাপী জগন্নাথ হল পূজাপ্রাঙ্গন ছিল সরগরম। ঢাকাসহ ঢাকার বাইরে থেকে হিন্দু ধর্মালম্বীরা পূজামণ্ডপে আসেন। জগন্নাথ হলে নাগরদোলা, নানা রকমের খাবারের দোকানের বাহারি মেলা ও জনসমাগমে ছিল শারদীয় দুর্গোৎসবের আমেজ। এছাড়াও বিভিন্ন ধর্মালম্বীরা এসেছেন পূজা পরিদর্শন করতে।

RELATED ARTICLES

Most Popular